• E-paper
  • English Version
  • শনিবার, ১৬ অক্টোবর ২০২১, ০৫:৫৮ অপরাহ্ন

অভিভাবক ও শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে

মোস্তফা মোরশেদ
  • আপডেটের সময় সোমবার ৬ সেপ্টেম্বর, ২০২১

শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবার পর খুব সাবধানে শ্রেণিকক্ষে প্রবেশ করতে হবে। একই সাথে বেশ কয়েকদিন খুব সাবধানে বসতে হবে। কারণ দীর্ঘ বন্ধের জন্য এসব প্রতিষ্ঠানে বিষাক্ত প্রাণী তাদের নিজেদের আবাসস্থল হিসেবে গড়ে তুলতে পারে। বিশেষকরে, সাপ, বিচ্ছু, ইঁদুর, অন্যান্য পোকারা মেঝে, ডেস্কে, বেঞ্চে থাকার সম্ভাবনা রয়েছে।
সুতরাং, খুব ভালো করে খেয়াল করে নিতে হবে। আগামী কদিন নজরদারীতেও রাখতে হবে।
যেসব শিক্ষা প্রতিষ্ঠানের মেঝে ফাটা বা ভাঙ্গা তাদের জন্য বিষয়টি অধিক গুরুত্ব বহন করে।
নিরাপদ ও আনন্দময় হোক আমাদের শিক্ষাজীবন।
সবার জন্য দুয়া ও শুভকামনা।


এই ক্যাটাগরিতে আরো খবর