• E-paper
  • English Version
  • রবিবার, ২৪ অক্টোবর ২০২১, ১২:১২ পূর্বাহ্ন

একখণ্ড শুভ্রা || মোঃ ইমরান আল ইফরাত

লেখক, কবি
  • আপডেটের সময় রবিবার ১০ অক্টোবর, ২০২১

 

সুভ্রা কিসের এত প্রেম তোর সবুজের সাথে?
সুনীলের সাথে মিতালী করে
নীল থেকে প্রত্যাখ্যাত একখণ্ড শুভ্রা
অভিমানী চোঁখ নিয়ে সিক্ত করে সবুজকে।
কষ্টের নীল শুভ্রাকে ছোঁয় না
কিন্তু সবুজ প্রস্ফুটিত করে
নদীর জল সুভ্রাকে স্নান করায়
সুভ্রা বেচে থাকে শান্তির উপাত্ত হয়ে।
অতঃপর, শুভ্রা দলিত হয় নিগৃহীত হয়
আমরা কী শুভ্রাকে কখনো ভালবাসি?

 

বিজ্ঞাপন


এই ক্যাটাগরিতে আরো খবর