• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১, ০২:৪৯ পূর্বাহ্ন

কবিতাঃ- মৃন্ময় || ইহ্সান তায়িফ

লেখকঃ- কবি ও গল্পকার
  • আপডেটের সময় রবিবার ২১ নভেম্বর, ২০২১

তোমার আমিতে আমি শালুক-
নির্বাক, নির্লজ্জের মত শ্যাওলাময়।
দুর্নিবার ভেসে আসা পানকৌড়ি যত,
অচেনা আপ্যায়নে ধরে হাত নিরন্তর।
(অপেক্ষায় রাখা ভ্রাম্যমাণ নালিশ শত,
ব্যথা জমে মরে গেলো দিন-
অপ্রকাশ্য আকুলতার ভেজা রোদ্দুর।)

রেখেছো আমায় শফেদ পাতায় মোনালিসা করে,
কখনও ভেনাসে, কখনও সিন নদীর তীরে।
কখনও করেছো ডেফুডিলময়, কখনও নীলপদ্ম,
যেথা তুমি কাব্যময়, আমি নিঃশব্দ চিত্রকল্প।

ডেফুডিলের গন্ধে আমি তেত্রিশবার মাতাল হয়েছি!
(আর তোমার একুশ বছরের কেশের গন্ধ-
আমাকে পুরো ডেফুডিলই বানিয়ে দিলো)
এখন আমি ডেফুডিল, তুমি রজনীগন্ধা;
তুমি আমাতে হও শুরু, আমি তোমাতে হই সাড়া!


এই ক্যাটাগরিতে আরো খবর