• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১, ০৪:০৩ পূর্বাহ্ন

কবিতা:- আমার তিনযুগ || এস এম মিজান

লেখক, কবি
  • আপডেটের সময় সোমবার ২৫ অক্টোবর, ২০২১

চাতক যেমনি করে অপেক্ষায় প্রহর গুনে
জীবন সে প্রহরের মতো হেঁটে চলে
“আজ না কাল,
কাল না পরশু।
না এ বছর হচ্ছে না;হবে বলে মনেও হয় না
আগামী বছর হবে হয়তো”
এমনি করে আয়ু কমে ,আশায় জমে
যুগ ,অর্ধযুগ, অনুযোগের তিনযুগ।
তোমার চাতক নাকি রূপালী যুগ হতে আছে এখন স্বর্গ যুগে
বলো – এসব শোনাতে ও শোনতে  কী আমার আর ভালো লাগে?
তৈয়ব আলী রশিদ ভাই পাড়ি দিলো পরপারে
এ গল্পের সাক্ষী এখন আর কে কাকে দিবে?
মোবাইলের বটমও নেই,নেই সেই ঘষা দেওয়া স্কেচকার্ড
এখন তো সব টাচে চলে ,টাচে চলে তোমার বিএমডব্লিউর গ্লাস ।
সন্ধ্যা সখে, সন্ধা সাঁঝে আমি এখনও গোধূলি দেখি অতীতের ঝাঁপি খোলে।
তুমি দেখো নিয়ন আলো,
চাতক আর গিরগিটির গল্প দেখতে দেখতে আর  বলতে বলতে
তোমার নীলাদ্রি তোমার কী মনে হয়  আছে  খুব ভালো?
এমনি আড়ষ্ট খরস্রোতা নদীর জলে আগুন জ্বলে,
যে  আগুনে তিন যুগের চাতক আমার পুড়ে মরে।

বিজ্ঞাপন


এই ক্যাটাগরিতে আরো খবর