• E-paper
  • English Version
  • শনিবার, ২৩ অক্টোবর ২০২১, ১১:৪৯ অপরাহ্ন

কবিতা:- শারদ দিনে || ফকির আমিন চিশতি

লেখক, কবি ও সাংবাদিক
  • আপডেটের সময় মঙ্গলবার ১২ অক্টোবর, ২০২১

শারদ আমেজে-
সেঁজেছে চারপাশ,
ফুলের ডালা হাতে।
কালোচুলে গুঁজিয়ে বেলী,
রক্তজবা, শিউলি বকুল।
চলিলে শুভ্রবসনে-সারিবেঁধে,
নগ্নচরনে নুপুরের-
ঝনঝনানি সুরে।
ওগো কুমারিকা-
আরতির ছলে কারে খোঁজিছো?
পেয়েছো কি প্রানভরে,
খোঁজিলে যাকে-নত শিরে।
লুটালে পুষ্পরাজি,ভোগ,
রথবস্ত্র বিলালে চিত্ত ভরি,
কুমারিকা-কারে পাবার আশে?
চেয়ে দেখো, বিরাজে সে
তোমার অন্তর যেখানে।
গড়িছে বসতি, প্রানের সারথী,
দেখা দেয় কেবল তপশ্যায়।
একাকি ভাবো যখন,
দখিনা বাতাসে।
ডাকে তোমায় ফুলবনে,
জোছনার আলোতে,
কাজলচোখের ঈশারায়।

 

বিজ্ঞাপন


এই ক্যাটাগরিতে আরো খবর