• E-paper
  • English Version
  • রবিবার, ২৪ অক্টোবর ২০২১, ১২:০৫ পূর্বাহ্ন

চুনারুঘাটে ধান ক্ষেতে মাছ চাষের সম্ভাবনা, চাষীদের এগিয়ে আসার আহবান: মৎস্য কর্মকতার

মীর জুবায়ের আলম (চুনারুঘাট) হবিগঞ্জ
  • আপডেটের সময় শুক্রবার ১৭ সেপ্টেম্বর, ২০২১

হবিগঞ্জ জেলা চুনারুঘাট উপজেলা বিভিন্ন এলাকায় ধানক্ষেতে মাছ চাষের উপযোগী বলে মনে করেছেন চুনারুঘাট উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন। তিনি জানান চুনারুঘাট উপজেলা ঘুরে দেখেছেন যে ধান ধানক্ষেতে মাছ চাষ করা হলে কৃষকরা অনেকটাই লাভবান হবে। কৃষক যেমন লাভবান হবে তেমনি ভাবে জমির উর্বরতা বাড়বে এবং ধানের ফলন ভাল হবে। চুনারুঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধানক্ষেতে মাছ চাষের উপযোগী রয়েছে বলে বলছেন চুনারুঘাট উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন ।তিনি বলেন ধানক্ষেতে মাছচাষ করলে পোকামাকড়ের আক্রমণ থেকে ধান গাছ নিরাপদ থাকবে এবং ব্যাপকহারে কীটনাশক ব্যবহার করতে হবে না।

বিজ্ঞাপন


মৎস্য কর্মকর্তা জাকির হোসেন বলেন, মাছ চাষ করতে বেশি পানির প্রয়োজন হয় না সর্বনিম্ন ৬ ইঞ্চি এবং সর্বোচ্চ ১ ফুট পানি হলেই সেই ধান ক্ষেতে মাছ চাষ করা যায়, যেমন শিং, মাগুর, কৈ, চিংড়ি, সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা যায় তাই তিনি সকল কৃষকদের ধান চাষের পাশাপাশি মাছ চাষে এগিয়ে আসার আহ্বান জানান।


এই ক্যাটাগরিতে আরো খবর