• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১, ০৩:১২ পূর্বাহ্ন

নওগাঁয় পুকুরে গোসলে নেমে ৪ শিশুর মৃত্যু

রহমতউল্লাহ, নওগাঁ
  • আপডেটের সময় শনিবার ৩০ অক্টোবর, ২০২১

নওগাঁয় সদর এলাকায় গোসল করতে নেমে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। নওগাঁ জেলা শহরের আরজি নওগাঁ এলাকায় শনিবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত চার শিশু হলো ফরহাদ, সুরাইয়া, আশা ও খাদিজা। তাদের বয়স সাত থেকে আট বছরের মধ্যে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের তথ্য মতে (ওসি) জানান, শনিবার দুপুরে ছয় শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। সেখানের চারজন পানিতে নেমে ডুবে যায়। বাকি দুজনের কান্নাকাটি শুনে প্রতিবেশীরা ডুবে যাওয়া চার শিশুকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাদের সবাইকে মৃত ঘোষণা করেন।


এই ক্যাটাগরিতে আরো খবর