• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১, ০৩:২০ পূর্বাহ্ন

বানারীপাড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাইফুল ইসলাম শান্ত

মোঘল সুমন শাফকাত (বানারীপাড়া) বরিশাল
  • আপডেটের সময় রবিবার ১৪ নভেম্বর, ২০২১

শনিবার (১৩ নভেম্বর) বানারীপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অফিস কক্ষে উপজেলার চৌমহনা আদর্শ মাধ্যমিক বিদ্যলয়ের ম্যানেজিং কমিটি গঠনে বিনা প্রতিন্দ্বিতায় বিশারকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম শান্ত সভাপতি নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি সহ ০৭ জন ভোটার ভোটে অংশ নেন। নির্বাচনে বিশারকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলামকে সভাপতির প্রস্তাব করেন অভিভাবক সদস্য বিপুল চন্দ্র হালদার এবং তাকে সমর্থন করেন অভিভাবক সদস্য সন্তোষ মন্ডল। মোঃ মোস্তফা কামালকে সভাপতি পদে প্রস্তাব করেন ফয়সাল আহম্মেদ কবির। তার পক্ষে কোন সমর্থক না থাকায় সাইফুল ইসলাম শান্ত বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হন।

ওই নির্বাচন পরিচালনা সভায় সভাপতিত্ব ও প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা আলম।


এই ক্যাটাগরিতে আরো খবর