• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১, ০৪:১৫ পূর্বাহ্ন

মঠবাড়িয়ায় কলেজ একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন

এইচ.এম. আকরামুল ইসলাম (মঠবাড়িয়া) পিরোজপুর
  • আপডেটের সময় বৃহস্পতিবার ১১ নভেম্বর, ২০২১

পিরোজপুরের মঠবাড়িয়ায় মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী।

বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ আজিম উল হকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত শিক্ষিকা খাদিজা বেগম খুশবু, প্রভাষক জুলহাস শাহীন, প্রশান্ত কুমার মিত্র, সাংবাদিক মিজানুর রহমান মিজু, শিক্ষার্থী নাজিফা নাজাহ প্রমুখ।

জানাগেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় এলজিইডির বাস্তবায়নে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মিত হচ্ছে। শিঘ্রই এ নতুন ভবন নির্মাণের কাজ শুরু হবে।


এই ক্যাটাগরিতে আরো খবর