• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১, ০৪:৩০ পূর্বাহ্ন

মঠবাড়িয়ায় বড় ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে ছোট ভাই জখম

এইচ.এম. আকরামুল ইসলাম (মঠবাড়িয়া) পিরোজপুর
  • আপডেটের সময় শনিবার ৩০ অক্টোবর, ২০২১

জমি সংক্রান্ত বিরোধের জেরে পিরোজপুরের মঠবাড়িয়ায় বড় ভাই জাহাঙ্গীর বেপারীর ধারালো অস্ত্রের কোপে ছোট ভাই শহিদুল হক বেপারী গুরুতর জখম হয়েছেন।

শনিবার সকালে উপজেলার ছোটমাছুয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত শহিদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তারা ছোটমাছুয়া গ্রামের মৃত. আঃ বারেক বেপারীর ছেলে। গুরুতর আহত শহিদুল হক জানান, পৈত্রিক জমি নিয়ে তার বড় ভাই জাহাঙ্গীর বেপারীর সাথে দীর্ঘ দিন ধরে দ্বন্দ চলে আসছে। তার বড় ভাই কোন শালিশ ব্যবস্থা মানেন না।

জাহাঙ্গীর বেপারীর নাম থানায় দুই মামলা ও জিডি করা হয়েছে। সম্প্রতি সে আমার জমির গাছ কেঁটে ফেলে। যা সকালে আমার ফুপাতো ভাইকে দেখাতে গেলে তার উপস্থিতিতে তর্কের এক পর্যায় বড় ভাই জাহাঙ্গীর বেপারীর তার স্ত্রী হাওয়া বেগম, মেয়ে আরিফা বেগম এলাপাথারী পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

শহিদুল হক ও জাহাঙ্গীর বেপারীর মা আমিরুন বেগম বলেন, তার বড় ছেলে জাহাঙ্গীর কাউকে মানেনা। ছেলের চেয়েও ছেলে বৌ হাওয়া বেগম আরও হিংস্র তাদের অত্যাচরে সকলে অতিষ্ট।

এ ব্যপারে জানতে অভিযুক্ত জাহাঙ্গীর বেপারীর মুঠো ফোনে কল করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

মঠবাড়িয়া থানার ওসি মুহা নূরুল ইসলাম বাদল বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগতব্যবস্থা নেয়া হবে।


এই ক্যাটাগরিতে আরো খবর