• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১, ০২:৫৭ পূর্বাহ্ন

শীঘ্রই হবিগঞ্জ শহরের বর্জ্য অপসারণ করে নয়া ডাম্পিং স্পটে নেয়া হবে: মেয়র সেলিম

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় মঙ্গলবার ২ নভেম্বর, ২০২১

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চের দিকে হবিগঞ্জ শহরের বর্জ্য অপসারণ করে নয়া ডাম্পিং স্পটে নেয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।

মেয়র আতাউর রহমান সেলিম বলেন, আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চের দিকে আমরা হবিগঞ্জ শহরের আধুনিক স্টেডিয়ামের পাশের ময়লা আবর্জনার স্তুপ নতুন ডাম্পিং স্পটে অপসারণ করবো। ইতিমধ্যে হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহিরের প্রচেষ্টায় এবং জেলা প্রশাসক ইশরাত জাহানের সহযোগিতায় আমরা শহরের বাইরে নতুন ডাম্পিং স্পট নির্ধারণ করতে সমর্থ হয়েছি। শহরের ময়লা আবর্জনা নতুন ডাম্পিং স্পটে অপসারণ করা হলে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামের সামনে সড়কের উভয় পাশে থাকা বিশাল ময়লার স্তুপ থেকে রক্ষা পাবে শহরবাসী। এখানকার ময়লার স্তুপের কারণে দুর্গন্ধে ওই সড়ক দিয়ে মানুষের চলাচল দুর্বিসহ হয়ে উঠেছে।
ময়লা অপসারণে পৌরসভার উদ্যোগকে স্বাগত জানিয়েছে শহরবাসী। এই কাজটি যত দ্রুত বাস্তবায়ন হবে শহর বাসী দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে বলে অনেকেই মত প্রকাশ করেন।


এই ক্যাটাগরিতে আরো খবর