• E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১, ০৩:২৯ পূর্বাহ্ন

শেরপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন-অবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি
  • আপডেটের সময় শনিবার ২৩ অক্টোবর, ২০২১

‘ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এ স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণঅনশন-গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, শেরপুর জেলা শাখা।

শনিবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের ডিসি গেইট মোড়ে ওই কর্মসূচি পালিত হয়।

জেলা ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে গণঅনশনে একাত্মতা পোষণ করে বক্তব্য দেন, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কানু চন্দ্র চন্দ, ইসকন শেরপুরের সমন্বয়ক উত্তম কুমার, ঐক্য পরিষদ নেতা কমল চক্রবর্ত্তী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মলয় চাকী।

ওইসময় বক্তারা সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণার দ্রুত বাস্তবায়ন ও সাম্প্রদায়িক মহলের সর্বনাশা চক্রান্ত প্রতিরোধে সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহবান জানান। পরে অনশনকারীদের মুখে পানি দিয়ে অনশন ভাঙানো হয়। এসব কর্মসূচিতে জেলার হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রায় ২ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।


এই ক্যাটাগরিতে আরো খবর