নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুর হাট পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবদুল কাদের মির্জার বক্তব্য এখন সারা দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
তার এই বক্তব্যের মধ্যে যে সকল লোকের সমালোচনা করেন তিনি তারা সবাই এতদিন চুপ থাকলেও আস্তে আস্তে মুখ খুলতে শুরু করেছেন অনেক । কাদের মির্জা এর বক্তব্যে যার নাম বেশি এসেছে সেই সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল এর একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায় তিনি একটি সংবাদ মাধ্যম কে বলেছেন, ” আবদুল কাদের মির্জা সম্পুর্ন মিথ্যা কথা বলছেন , তিনি বলেন তারা বিরুদ্ধে একটি অভিযোগ যদি প্রমান করতে পারে তবে তিনি শাস্তি মাথা পেতে নিবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি জন্ম গত ভাবে আওয়ামীলীগ তাই কোন ভাবেই নৌকার পরাজয় মেনে নিতে পারবনা বলে চুপ করে আছি। আমি কোন মন্তব্য করলে ওনার নির্বাচনে প্রভাব পড়বে তাই কোন মন্তব্য করতে চাই না।অতীতে তার বক্তব্য গুলো আপনার শুনেন তাহলে সব বুঝতে পারবেন। “
নির্বাচনে কেমন প্রভাব পড়বে জানতে চাইলে তিনি বলেন,
” তিনি কতটুকু সত্য বলছেন তা জনগণ জেনে যাবে । আর সত্য জানার পর নির্বাচনে একটু হলেও প্রভাব পড়বে। “