Shobdo Kotha 24 Logo
মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২, ০৪:২০ পূর্বাহ্ন
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. খেলা
 5. জবস
 6. জাতীয়
 7. তথ্যপ্রযুক্তি
 8. ধর্ম
 9. বিনোদন
 10. রাজনীতি
 11. লাইফস্টাইল
 12. শিক্ষা
 13. সম্পাদকীয়
 14. সাক্ষাৎকার
 15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

অলস প্রহরে || আয়েশা আহমেদ

লেখক; কবি ও কথাসাহিত্যিক
মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
Link Copied!

কোন এক নির্জন অলস প্রহরে,
দুপুরের আলোছায়া খেলা করে।
কারো মন ভালো হবে বলে,
হয়তো বা দেখা হবে কোন ছলে।
এ ভালোবাসা হীন পৃথীবির সাথে যদি
মুখোমুখি হওয়া যেতো,অশ্রুতে ভাসতো নিরবধি।
অতীতের পানে ফিরে চেয়ে,হিসেব নাইবা হলো,
তবু তো জীবনের সবটুকু ক্ষন ক্ষয়ে ক্ষয়ে ভোর
হয়ে গেলো।
রংধনু হাতছানি দিয়ে জীবনের গান গায়,
তবু বুঝি দোলাচলে সরে যায় স্তব্ধতায়।

পৃথীবির সব তরীগুলোতে মাঝে মাঝে
করুন রাগীনি শুনে পালাতে চায় গোধূলির সাঝে।
চিরসবুজ বলে কেউ কোথাও নেই,ভাষাহারা মৌনতায়,
লুকিয়ে থাকে জীবনের সান্নিধ্যে খুজে বেড়াবে তারে
কোথায়?
বেদনার নীল সায়রে ভাসবে কি সুখের ভেলা?
এমনি করে পালিয়ে আর কত খেলবে রংয়ের খেলা!
হারিয়ে যেতে পারে না যে বন্ধনের টানে,
ফিরে ফিরে আসে আবারো এই মাতৃধামে।

লেখক; কবি ও কথাসাহিত্যিক