Shobdo Kotha 24 Logo
মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২, ০৩:০৬ পূর্বাহ্ন
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. খেলা
 5. জবস
 6. জাতীয়
 7. তথ্যপ্রযুক্তি
 8. ধর্ম
 9. বিনোদন
 10. রাজনীতি
 11. লাইফস্টাইল
 12. শিক্ষা
 13. সম্পাদকীয়
 14. সাক্ষাৎকার
 15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোলাম রাব্বানী’র একগুচ্ছ কবিতা

লেখক; কবি ও শিক্ষক
শনিবার, ৩০ জুলাই, ২০২২
Link Copied!

এক।

কবিতা

কবিতা নামে যাকে ডাকতাম

সেই কবে গেছে চলে,

এখন শুধু কবিতা নামের শিল্প-ই বুকে গেঁথে আছে!

ছেড়ে যাওয়া কবিতা ছিলো

আমার ঘুমন্তপ্রেম;

হৃদয়ে গেঁথে যাওয়া কবিতা হলো আমার পরমপ্রেম…

আমার কবিতা জন্মেছে আজ

ঘুমন্তপ্রেমকেই পুঁজি করে

পরমপ্রেমের পরমাত্মার যে বড় আত্মীয় হয়ে…

তা-ই কবিতার কাছে আমি হয়েছি চিরঋণী

তা-ই কবিতার কাছে আমি আজন্মকালের ঋণী…

দুই।

ঠাঁই নেই 

আগুনে পানিতে তুমি

কী সাধের খেলা খেলিছো বিশ্বভূবনে

হে ঈশ্বর! হে ভুবনেশ্বর! হে মওলার মাওলা!

আওলার আওলা আউলায়ে গেছে আজ

নেই কোনও উপায় কূলকিনারাহীন হয়েছে আজ

নিরাশার গহীন আঁধারে

ঠাঁই নেই কোনোখানে আজ আর কোনোদিকে

মাফ করে দাও মাফ করে দাও

হে আমার প্রভু তুমি পরওয়ারদিগার তুমিই মহান

পাপিষ্ঠ বান্দাকে তুমি মাফ করে দাও

তুমিতো পরম ক্ষমাশীল ক্ষমাসুন্দরের প্রেমময় প্রিয়

এমন সাধের খেলা মাটিসাথে আর খেলো নাকো

তিন।

হৃদয়ের জিহ্বা

অদৃশ্য বাতাস চলছে দ্যাখো বাহারী দীর্ঘশ্বাসে

দিবসে নিশীথকালে হৃদয়ের জিহ্বা ওড়ে

আজকে সমবেত সঙ্গীতে কেন মেলাবে না কণ্ঠে কণ্ঠ!

কেন বল চাইবে না মরণ বিষফোঁড়া ফাটাতে?

কেন বল চাইবে না বিরহের আগুনে নিতে

শেষ কি রেখেছে কিছু নিঃশ্বেস অবশেষ রাখতে আর

স্পর্শকাতর আলোর ঘ্রাণে পৃথিবীচোখ খুলছে…

ভাবছে আর ভাবছে পৃথিবীমাথা ঘুরছে…

হৃদয়ের জিহ্বা নির্ঘুম সূর্য হয়ে জ্বলছে

 

লেখক; কবি ও শিক্ষক

কেশবপুর, যশোর।