আগামী ২০ জুলাই সৌদি আরবে পালিত হবে ঈদুল আজহা। ১৯ জুলাই পবিত্র হজ্ব। ২১ জুলাই বাংলাদেশে ঈদুল আযহা।
শনিবার (১০ জুলাই) সৌদি আরবের চাঁদ দেখা কমিটি দিয়েছে এই ঘোষণা। কমিটি জানায়, হিজরি ১৪৪২ সনের জিলহজ্ব মাসের চাঁদ দেখা যায়নি আজ। সেই হিসাবে ১১ জুলাই থেকে আরবি মাসটি শুরু।
হজের আনুষ্ঠানিকতা শুরু ১৮ তারিখ। সে অনুসারে ১৯ তারিখ হবে আরাফাত দিবস।
অবশ্য করোনা মহামারির কারণে এবারও সীমিত পরিসরে হজ্ব পালনের অনুমতি পাবেন মুসল্লিরা। বর্হিবিশ্বের কাউকে দেয়া হচ্ছে না সেই সুযোগ। শুধু সৌদি আরবে বসবাসকারী বিভিন্ন দেশের নাগরিকরা হজব্রতে অংশ নিতে পারবেন। হজপালন শেষে ২০ জুলাই আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করবেন মুসলিমরা।
সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে উদযাপিত হয় ঈদ। সে অনুসারে বাংলাদেশে ২১ জুলাই পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।