আওয়ামী লীগের সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দোহার উপজেলা, জয়পাড়া কলেজ শাখা, দোহার পৌরসভা ও টেকনিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও দোয়া মোনাজাত করা হয়।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর জন্মদিনে কেক কেটে ও আনন্দ মিছিলের মাধ্যমে দিনটি উদযাপন করে নেতাকর্মীরা।
পরে দোহার উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে শেখ হাসিনার সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রলীগ সভাপতি গিয়াস উদ্দিন সোহাগসহ দোহার উপজেলা, জয়পাড়া কলেজ শাখা, দোহার পৌরসভা ও টেকনিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।