অর্গানাইজেশন ফর দ্য রিকগনিশন অফ বাংলা এজ এন অফিসিয়াল লেংগুয়েজ অফ দ্য ইউনাইটেড নেশনস কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক, কমিউনিটি নেতা আলহাজ্ব তাহীর আলী চিকিৎসাধীন অবস্থায় গত ১১ অক্টোবর লন্ডনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল(৯২)।
তাহীর আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অর্গানাইজেশন ফর দ্য রিকগনিশন অফ বাংলা এজ এন অফিসিয়াল লেংগুয়েজ অফ দ্য ইউনাইটেড নেশনস কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. তোজাম্মেল হক টনি ও কেন্দ্রীয় মহাসচিব তফাজ্জল হোসেন চৌধুরী সংবাপত্রে প্রেরিত এক শোকবার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।