পাহাড়ি নদীর স্রোতে ভেসে আসা
কোনো বেওয়ারিশ হলুদ পাতার
দীর্ঘশ্বাস এবং তারই বৃক্ষ হতে
খসে পড়ার অন্তিম মূহুর্তের শব্দে
আহত হৃদয়ের কষ্টের গহীন আন্ধাইর রাইতও
জানে সেকথা! তোমাকে না পাবার কষ্টে
এই বিরান বধ্যভূমির শূন্যতার মতো
আমার হৃদয়ের বেশুমার কষ্টের
উথালপাতাল ঢেউয়ে কেমন ফাল দিয়া
ওঠে জিয়ল মাছের লাহান প্রেমের তুফান!
তবুও চাই, এই বুকভরা হৃদয়ে
প্রেম আসুক বানভাসি বন্যায় তলিয়ে
যাওয়া লোকালয়ের মতো,
আসুক সাগরের উত্তাল ঢেউয়ের মতো
করে, আসুক আকাশের নিঃসীম ঘননীল,
সাদা শিমুল তুলার মতো ও কালো এবং
ছাইরঙা মেঘেদের ওড়াউুড়ি করে
পালিয়ে গিয়ে একদমই
ফর্সা আকাশের মতো জীবনে আমার।

বিজ্ঞাপন