দেশের ঝিমিয়ে পড়া ফুটবলকে চাঙ্গা করতে কাজ করছেন বলে জানিয়েছেন দেশের আলোচিত ব্যক্তি ও ব্যারিস্টার ফুটবল একাডেমির প্রতিষ্টাতা সৈযদ সায়েদুল হক সুমন।
শনিবার বিকালে হবিগঞ্জের চুনারুঘাট ও বাহুবল উপজেলার মধ্যবর্তী সাটিয়াজুরী রেলষ্টেশন মাঠে ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
খেলায় উপজেলার পারকুল একাদশকে ১-০ গোলে হারিয়ে বাহুবল উপজেলার মিরপুর সিএনজি স্ট্যান্ড একাদশ চ্যাম্পিয়ন হয়।
পরে চ্যাম্পিয়ান মিরপুর সিএনজি একাদশ ও রানার্স্আপ পারকুল একাদশের হাতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ট্রপি তুলে দেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
কাজী মাহমুদুল হক সুজনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তারা মিয়া, আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান আবদাল, ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ কদ্দুস মিয়া, মোঃ সেলিম মিয়া, মোঃ হুমায়ূন রশিদ জাবেদ, হেলাল মহালদার, কাজী আলফু, আল এমরান, মোঃ মানউল্ল্যা, আইয়ুব আলী, আকবর আলী প্রমুখ। খেলা পরিচালনা করেন মোঃ আব্দুল মতিন।