বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র স্থায়ী জামিন এবং মুক্তিসহ দুরারোগ্য রোগের সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরনের দাবিতে রবিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় দিনাজপুরের আইনজীবী সমিতির সামনে অনশন কর্মসূচি পালন।
দিনাজপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও নেতাকর্মীসহ সমর্থকরা কেন্দ্র ঘোষিত সূচি অনুযায়ী সকাল ১১টায় থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনশন পালন করেন।
অ্যাডভোকেট আব্দুল হালিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী নেতৃবৃন্দসহ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক বখতিয়ার আহমেদ কচি।
শান্তিপুর্নভাবে কর্মসুচিতে নেতাকর্মীরা অবিলম্বে নেত্রীর নিঃস্বার্থ মুক্তি দাবি করেন।