• E-paper
  • English Version
  • শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২, ০৩:৩৪ পূর্বাহ্ন

কবিতা:- প্রেমিকা সন্ধানী || ইয়াসির আহমেদ  

লেখক, কবি
  • আপডেটের সময় রবিবার ৯ জানুয়ারী, ২০২২

 

ইমিডিয়েটলি আমার একজন প্রেমিকা প্রয়োজন

প্লিজ এই উপকারটুকু করেন প্রিয় দেশবাসী

নতোবা আমার কিছু হয়ে গেলে দায়বার নিতে হবে আপনাদের।

সংসদ ভবন, হাইকোর্ট অথবা প্রশাসন 

চুপ থেকে একজন উম্মাদ প্রেমিকের বিষাদ কান্না এড়িয়ে যাচ্ছেন!

এই তাহলে নাগরিকের প্রতি আপনাদের দায়িত্ববোধ?

 

একজন প্রেমিকার সন্ধানে আমাকে রাতের পর রাত বিষাদ মাখতে হচ্ছে, 

আমার হৃদয়পৃণ্ডে রক্ত জমে যাচ্ছে,

কোন কম্পিত হচ্ছে না।

আমার কিছু হয়ে গেলে দায়বার  নিতে হবে আপনাদের।

 

প্লেটো প্রেমে পড়েন নি কখনও,

তাই রাষ্ট্র গঠনে প্রেমিকদের বিষাদ নিয়ে মাথা ব্যথা নেই কারও।

আমাকে রাজপথে নামতে হবে

ঝাঁঝালো কণ্ঠে প্রেমিকার দাবী নিয়ে।

আন্তর্জাতিক পাতায় উগ্রবাদী বা জঙ্গি বলে

আমাকে থামিয়ে দেওয়া হবে।

বুলেটের আঘাতে  মৃত্যু হবে একজন উম্মাদ প্রেমিকের।

 

একদল প্রেমিক আমাকে শহীদ ভূষিত করবে

মানববন্ধন হবে, দূঃখ প্রকাশ করবে,

সংবাদ সম্মেলনে হবে, লাইভ হবে,

কিছুদিন নিউজফিডে আলোচনা হবে তুমুল।

অতঃপর নতুন প্রসঙ্গে আমি চাপা পড়ে যাব।

নতুনত্বে রাঙিয়ে সমাজ চিরতরে হারাবে 

একজন প্রেমিকা সন্ধানী যুবক।

 

বিজ্ঞাপন

 


এই ক্যাটাগরিতে আরো খবর