করোনা পরিস্থিতি দিনদিন অবনহি হওয়ার কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
২১ জানুয়ারি ২০২২ থেকে ৬ ফেব্রুয়ারী ২০২২ তারিখ পর্যন্ত সকল স্কুল, কলেজ ও সমপর্যায়ের প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
শুক্রবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফিংকালে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন এর আগে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়। কিন্তু এখন বর্তমান পরিস্থিতি এখন অনেক খারাপ হয়েছে তাই শিক্ষাপ্রতিষ্ঠান আপাতত বন্ধ করা হচ্ছে।
অনেক শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এমতাবস্থায় আমরা প্রধানমন্ত্রীর সাথে কথা বলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।
আজ থেকে দেশের সকল স্কুল, কলজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হবে। পরিস্থিতি বুঝে আমরা পরবর্তীতে শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত জানাবো।