খুলনা মহানগরীর দৌলতপুর নতুন রাস্তা মোড় এলাকায় ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক নিহত হয়েছেন।
রবিবার (২৩ জানুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক মোঃ প্রশান্ত কুমার বালা (৩৭) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সেনেরচর এলাকার প্রফুল্ল কুমার বালার পুত্র। প্রশান্ত গোপালগঞ্জ জেলার শিক্ষা অফিসের অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। মোটর সাইকেলের পেছনে থাকা অন্য আরোহী নব কুমার বিশ্বাসের পুত্র সুজিত কুমার (২৫) আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।