খুলনার দিঘলিয়া উপজেলার দক্ষিণ পাড়ায় সোনিয়া বেগম (২৬) নামে এক গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
ইন্সপেক্টর (তদন্ত) দিঘলিয়া থানা রিপন কুমার সরকার বলেন, গত মঙ্গলবার (২৫ জানুয়ারী) দিবাগত রাত আনুমানিক দেড়টার সোনিয়া নামে এক এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ঘরের মেঝেতে শুয়ে আছে দেখতে পাই। নিহতের গলায় গার্মেন্টস এর ফিতার ডাবল ভাঁজ ছিল। তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করি। সুরতহাল রিপোর্ট তৈরি করার সময় লাশের গলায় একাধিক আঘাতের চিহ্ন দেখতে পাই। আত্মহত্যা কিনা সন্দেহ সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা।
তবে নিহতের স্বামীর দাবি গার্মেন্টস এর ফিতা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তার স্ত্রীর আত্মহত্যা করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার খুলনা ‘ক’ সার্কেল রাজু আহন্মেদ বুধবার (২৬ জানুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে নিহতের স্বজনদের দাবী সোনিয়াকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। নিহতের স্বামী ইব্রাহিম (৩২) কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।