বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন কঠোর নিরাপত্তায় চলছে। শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এফডিসির প্রবেশ পথে রয়েছে কঠোর নিরাপত্তা। প্রত্যেককে কার্ড দেখিয়ে প্রবেশ করানো হচ্ছে। নিরাপত্তা বিভাগ জানায়, ভোট উপলক্ষ্যে এফডিসিতে আজ ৩০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমন নিরাপত্তা ব্যবস্থায় এফডিসিতে প্রবেশকে সভাপতি প্রার্থী অভিনেতা ইলিয়াস কাঞ্চন যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন । এরই মধ্যে ৯টায় ১৬ মিনিটে প্রথম নিজের ভোট প্রদান করেছেন বলে উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন তিনি।
অন্যদিকে, আরেক সভাপতি প্রার্থী অভিনেতা মিশা সওদাগর কিছুক্ষণ পর ভোট প্রদান করবেন বলে জানিয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভোটার উপস্থিতি কম দেখা গেছে।