কবি ও শিক্ষক অরণ্য আপন। গতকাল শনিবার তিনি বাবাকে হারালেন। অরণ্য আপনের বাবা শ্রদ্ধেয় বেলাল মন্ডল গতকাল রাত নয়টা বিশ মিনিটের দিকে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অরণ্য আপন তার বাবার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
কবি বলেন, ‘বাবা অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। বার্ধক্যজনিত অসুখসহ নানা রোগ দেখা দিয়েছিলো। ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তাছাড়াও কিডনি ও লিভার সমস্যাতেও ভুগছিলেন।
সম্প্রতি হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ আমাদের ছেড়ে তিনি না ফেরার দেশে চলে গেলেন।
পিতৃশোকে কাতর কবি সবার কাছে তার মা-বাবার জন্য দোয়া চেয়েছেন। কবি দুই বছর আগে তার মাকে হারিয়েছেন। মাকে হারানোর পরে কবি লিখেছিলেন বিখ্যাত সেই বই- “মায়ের কবরের মতো আমি একা”। এই বইয়ের ৩য় খণ্ড প্রকাশিত হয়েছে শব্দকথা প্রকাশন থেকে।
কবি অরণ্য আপনের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করছেন শব্দকথা’র সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ। এক শোক বার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।