জামালপুরের মাদারগঞ্জে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরে কৃষক-কৃষাণীদের ১ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদের খরকা হলরুমে উপজেলার বিভিন্ন অঞ্চলের ৬০জন কৃষক-কৃষাণীদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা। প্রশিক্ষণ করান উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফাতেমাতুজযোহরা সাথী।
প্রশিক্ষণ শেষে প্রত্যেকের মাঝে সদন প্রদান সম্নানিভাতা ও দুপুরের খাবার বিতরণ করা হয়।