নানা আয়োজনে পালিত হলো মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস। দিবসটি উপলক্ষে মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাত ১২.১ মিনিটে বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমালা অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন হয়।
সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নুরুন্নাহার মির্জা কাশেম অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম, ওসি মোহাম্মদ মাহবুবুল হক, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু বিএসসি প্রমূখ।