হবিগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বৃন্দাবন সরকারি কলেজে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে কলেজ কর্তৃক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কলেজ অধ্যক্ষ প্রফেসর ইলিয়াছ বখত চৌধুরীর সভাপতিত্বে উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান, বাংলা বিভাগের অধ্যাপক দেওয়ান উদ্দিন চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক ড. মোঃ আজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক মোকুব আলী, সহকারী অধ্যাপক পিকে রায় সহ কলেজের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাজিয়া শারমিন বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবসের উপর একটি প্রবন্ধ পাঠ করেন।