হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রো শ্রমিক ইউনিয়ন, রেজিঃ নং- ১৩৫৬- এর অন্তর্ভুক্ত মিরপুর মাইক্রোবাস স্ট্যান্ড পরিচালনা কমিটির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আলম মিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ট্রাক, ট্যাং-লরির নির্বাচিত সহ সভাপতি এবং বাহুবল উপজেলার দায়িত্বপ্রাপ্ত সভাপতি মোঃ আবদাল মিয়া, হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রো শ্রমিক ইউনিয়নের সদস্য আহমেদ চৌধুরী ছায়েদ, বাহুবল আঞ্চলিক শাখার সভাপতি মোঃ এখলাছ মিয়া, মিরপুর মাইক্রো-বাস স্ট্যান্ড এর সভাপতি সফর আলী, মিরপুর মাইক্রো-বাস স্ট্যান্ডের সাবেক সভাপতি সমুজ আলী রানা, মিরপুর মাইক্রো- বাস স্ট্যান্ডের সাংগঠনিক সম্পাদক তুরাব আলী, মিরপুর সিএনজি অটোরিকশা শ্রমিক সংগঠনের সাবেক সভাপতি নুরুল আমিন শাহজাহানসহ মিরপুর মাইক্রো-বাস স্ট্যান্ড এর সকল নেতৃবৃন্দ।
উক্ত জরুরি সভায় বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। মিরপুর মাইক্রো-বাস স্ট্যান্ড এর বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আলম মিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে নেতৃবৃন্দরা সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য ৭২ ঘন্টার আলটিমেটাম দেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী প্রদান করা হয়।
উল্লেখ্য, গত রবিবার প্রকাশ্যে দিবালোকে মিরপুর বাজার চৌমুহনীতে অস্ত্রধারী কিছু সন্ত্রাসী আলম মিয়ার উপর অতর্কিত হামলা চালায়। পরে জনতা তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যান।